লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক পাঁচ মিনিট ধরে ঘণ্টা বাজানোর রীতি ২০০৭ সালে প্রচলিত হয়। প্রায় এক দশক পর কলকাতার ইডেন গার্ডেনও সেটি প্রচলন করতে যাচ্ছে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি কলকাতায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের প্রথম দিন বেল বাজিয়ে ইতিহাস গড়বেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ইডেনে টেস্টের প্রথম দিনের খেলা শুরুর সংকেত-ধ্বনি হিসেবে ঘণ্টা বাজাবেন।
শুক্রবার থেকে কলকাতা টেস্ট শুরু হবে। কলকাতা টেস্টের প্রথম দিন খেলা শুরু হওয়ার আগে কপিল যে ঘণ্টা বাজাবেন সেটি নিশ্চিত করে সিএবির যুগ্ন সম্পাদক অভিষেক ডালমিয়া বলেছেন, ‘এটি প্রেসিডেন্টের (সৌরভ গাঙ্গুলি) আইডিয়া এবং কপিল টেস্টের প্রথম দিন সকালে ঘণ্টা বাজানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।’
এদিকে কলকাতা টেস্ট এমনিতেই ভারতের জন্য একটি মাইলফলক। এটি ঘরের মাঠে ভারতের ২৫০তম টেস্ট। সিরিজের প্রথম টেস্টটি ছিল ভারতের ৫০০তম ম্যাচ। সেই মাইলফলক টেস্টে জেতার পর কলকাতায়ও জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
বিবার্তা/প্লাবন