বিদেশী ক্রিকেটার সংগ্রহে শীর্ষে ঢাকা

বিদেশী ক্রিকেটার সংগ্রহে শীর্ষে ঢাকা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৬:০৮
বিদেশী ক্রিকেটার সংগ্রহে শীর্ষে ঢাকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে খেলোয়াড়দের লটারি আগামী ৩০ সেপ্টেম্বর। আসরে ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে আইকন খেলোয়াড়। এদিকে দলগুলোর বিদেশী ক্রিকেটারদের সাথে চুক্তিও প্রায় সমাপ্ত।
 
বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের দায়ে বাদ পড়ে এই মালিকপক্ষ। তৃতীয় আসরে মালিক বদলে হয়ে যায় ঢাকা ডাইনামাইটস। তবে সুবিধা করতে পারেনি। আগের আসরে ছয় দলের মধ্যে ঢাকা ডাইনামাইটস হয়েছে চতুর্থ। তবে এবারের আসরে ভালো পরিকল্পনা করেই মাঠে নেমেছে দলটির মালিকপক্ষ। ইতিমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানকে। অন্যদিকে বিদেশী ক্রিকেটারদের সংগ্রহের তালিকায়ও সবার উপরে ঢাকা ডাইনামাইটস।
 
জানা গেছে, আগের আসরে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারার পাশাপাশি দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টির নামিদামি ক্রিকেটারদের। এদের মধ্যে আছেন মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো। বর্তমান টি-টোয়েন্টি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে আন্দ্রে রাসেলের চাহিদা সবার উপরে। বিপিএলের আগের আসরে রাসেল চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও এবার খেলবেন ঢাকার হয়ে। 
 
এদিকে রাসলেকে দলে নিতে পারলেও গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আশার জাইদি, মারলন স্যামুয়েলস, নুয়ান কুলাসেকারাকে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
 
গত আসরের ১০ ম্যাচে মাত্র দুইটিতে জয় পাওয়া চিটাগং ভাইকিংস এবার আগেই ঠিক করে রেখেছে টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তবে সর্বোচ্চ চার ম্যাচের জন্য খেলতে পারবেন গেইল। 
 
আগের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেললেও এবার নতুন দল রাজশাহীতে খেলবেন ড্যারেন স্যামি। পাকিস্তানের শহীদ আফ্রিদি যোগ দিতে পারেন রংপুর রাইডার্সে।
 
উল্লেখ্য, ডাবল লিগ পদ্ধতিতে ৪ নভেম্বর শুরু হবে বিপিলের চতুর্থ আসর। ডিসেম্বরের ৭ বা ৮ তারিখ বিপিএল সমাপ্ত হবার কথা রয়েছে। এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com