ব্রাজিলের রিও অলিম্পিকে রুপা জেতার পরে ইতিহাসে জায়গা করে নিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এরপর ফের এক ইতিহাস তৈরি করতে চলেছেন তিনি। স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইনের সঙ্গে তিন বছরের জন্যে ৫০ কোটি টাকার একটি চুক্তি সই করেছেন এই ভারতীয় তারকা।
ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় ভারতের মাটিতে একজন ক্রীড়াবিদ হিসেবে এই প্রথম সিন্ধুই এত বেশি টাকা মূল্যের চুক্তি সই করলেন। তাতেই ইতিহাসে নাম লেখাতে চলেছেন সিন্ধু।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা তুহিন মিশ্র বলেছেন, ‘একজন ব্যাডমিন্টন তারকা হিসেবে সিন্ধু সবচেয়ে সেরা চুক্তিটিই সই করেছেন। সম্প্রতি সিন্ধুর সাফল্য বহু স্পোর্টস সংস্থার নজর কেড়েছে। আগামী তিন বছর বিজ্ঞাপন জগৎ সবচেয়ে বেশি ব্যবহার করা হবে ক্রীড়া দুনিয়ার নতুন এই তারকাকে।’
বেসলাইনেরর পক্ষ থেকে জানানো হয়েছে এইমুহূর্তে ১৬টি সংস্থা সিন্ধুর সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহী। এরমধ্যে নয়টি সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার মুখে।
বিবার্তা/প্লাবন