আফগানিস্তানের বিপক্ষে তিনি ম্যাচ ওয়ানডে সিরিজরে প্রথম ওয়ানডেতে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৭ রানে জয় পায় বাংলাদেশ। কষ্টার্জিত এই জয়ে এগিয়ে গেছে টাইগাররা। তবে প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের সিরিজ নিশ্চিত করতে চাইবে মাশরাফি বাহিনী।
বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও সরকারি টেলিভিশন বিটিভি।
দ্বিতীয় ম্যাচে আগের একাদশ নিয়েই নামবে মাশরাফি বাহিনী। সেক্ষেত্রে ওয়ানডেতে মোসাদ্দেকের অভিষেক আরও একটু দীর্ঘ হল। আর নাসির ও শফিউলের দলে জায়গা পাওয়ার অপেক্ষাটা আরও বাড়ল।
অন্যদিকে আফগানিস্তানও তাদের আগের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। তবে একটি পরিবর্তন হলেও হতে পারে। সেক্ষেত্রে নাভীন-উল-হকের পরিবর্তে আজ অভিষেক হয়ে যেতে পারে তরুণ ফাস্ট বোলার করিম জানাতের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।
বিবার্তা/প্লাবন