ড্রয়ের বৃত্তে আটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা দুই ম্যাচ ড্র করার পর এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচেও ড্র করলো প্রতিযোগিতার সফলতম দলটি। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র নিয়েই মাঠ ছেড়েছে জিদানের শিষ্যরা।
মঙ্গলবার ইদুনা পার্কের ম্যাচে ২-২ গোলের ড্রয়ে রিয়ালের একটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানে। বরুসিয়ার হয়ে গোল শোধ করেন আন্দ্রে শুরলে ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। ম্যাচের ১৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন দলের সেরা তারকা রোনালদো। দারুণ বোঝাপড়ার এই গোল বড় অবদান রয়েছে গ্যারেথ বেলের। তার কাছ থেকে বল পেয়েই খুব কাছ থেকে জাল খুঁজে নেন পর্তুগিজ অধিনায়ক।
পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৩৪তম মিনিটে সক্রেটিসের হেড ফিরিয়ে দিয়ে স্বাগতিক শিবিরকে হতাশ করে রিয়াল গোলরক্ষক নাভাস। তবে ম্যাচের ৪৩ মিনিটে নাভাসের ভুলে গোল করে দলকে সমতায় ফেরান আউবামেয়াং। এই গোলের ফলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে আবারো এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটে করিম বেনজেমার শটে বল বারে লেগে ফিরলে ফিরতি বলে দলকে এগিয়ে নেন ভারানে। এরপর গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানির দলটি। এরই ধারাবাহিকতায় ৮৭ মিনিটের গোল করে আবারো স্বাগতিকদের সমতায় ফেরায় শুরলে। বাকি সময় আর গোল না হলে ড্রয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
বিবার্তা/প্লাবন