বরখাস্ত ইংল্যান্ড ফুটবল দলের কোচ

বরখাস্ত ইংল্যান্ড ফুটবল দলের কোচ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪১:১৪
বরখাস্ত ইংল্যান্ড ফুটবল দলের কোচ
প্রিন্ট অ-অ+
দায়িত্ব নেয়ার মাত্র ৬৭ দিনের মাথায় ইংল্যান্ড ফুটবল দলের কোচের চাকরি হারালেন স্যাম অ্যালারডাইস। গত জুলাইয়ে দুই বছরের চুক্তিতে রয় হজসনের উত্তরসূরি হিসেবে ওয়েন রুনিদের দায়িত্ব নিয়েছিলেন ৬১ বছর বয়সী অ্যালারডাইস। 
 
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। অ্যালারডাইস চাকরি হারানোর পর গ্যারেথ সাউথগেটকে অস্থায়ী ভিত্তিতে ইংল্যান্ড ফুটবল কোচের দায়িত্ব দেয় এফএ।
 
স্যাম অ্যালারডাইস বলেন, ‘ইংল্যান্ড ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা ছিল আমার জন্য অনেক সম্মানের। পাশাপাশি আমি অত্যন্ত দু:খিত যে দলটির সাথে আর কাজ করা হবে না।’ 
 
ইউরোর ব্যর্থতার পর গত জুলাইয়ে ২ বছরের চুক্তিতে রয় হজসনের স্থলাভিষিক্ত হন অ্যালারডাইস। ১৯৭৪ সালের পর সবচেয়ে কম মেয়াদে ইংল্যান্ডের দায়িত্ব পালন করা কোচে পরিণত হলেন তিনি।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com