আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে সিরিজরে প্রথম ওয়ানডেতে ৭ রানে জয় পায় বাংলাদেশ। কষ্টার্জিত এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এদিকে আজকের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। আজকের ম্যাচটা জিততে পারলে একাধিক অর্জন হবে টাইগারদের। আর তাহলো নিজেদের শততম জয়টি তুলে নেয়ার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে আফগানদের বিপক্ষে সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৩১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৯৯টি। আজকের ম্যাচটি জিতলেই শততম ওয়ানডে ম্যাচ জিতবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।
আফগান একাদশ
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মাঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, নাভিনুল হক।
বিবার্তা/প্লাবন