আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্কতার সাথে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ৪৫ ও ৫০ রানের মাথেয় তামিম ও সৌম্য ফিরে যান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ১৪ ওভার শেষে দুই উইকেটে ৬৩ রান। ক্রিজে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ৮ ও মুশফিক ৮ রানে। তামিম ১৮ ও সৌম্য ২০ রান করে মীরওয়েজ আশরাফের আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
আজকের ম্যাচটা জিততে পারলে একাধিক অর্জন হবে টাইগারদের। আর তাহলো নিজেদের শততম জয়টি তুলে নেয়ার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে আফগানদের বিপক্ষে সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৩১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৯৯টি। আজকের ম্যাচটি জিতলেই শততম ওয়ানডে ম্যাচ জিতবে বাংলাদেশ।
বিবার্তা/প্লাবন