মোহাম্মদ শাহাজাদকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব আল হাসান। ১৬তম ওভারের প্রথম বলে তাসকিনের ক্যাচে পরিণত হন আফগান ওপেনার শাহাজাদ। এটি সাকিবের তৃতীয় উইকেট। ৩৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিওনে ফেরেন শাহাজাদ।
এর আগে নিজের দ্বিতীয় ওভারে নওরজ মঙ্গল এবং রহমত শাহর উইকেট তুলে নেন সাকিব। নওরজ মঙ্গল ১০ রান করে আউট হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭১ রান করা রহমত শাহ আউট হয়েছেন শূন্য রানে।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ২০৯ রানের টার্গেট সামনে রেখে ব্যাটিংয়ে নামে আফগানরা।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশের একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
আফগান একাদশ
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মাঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, নাভিনুল হক।
বিবার্তা/নাজিম/লিয়ন