জয় পেল আফগানরা

জয় পেল আফগানরা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩:৩২
জয় পেল আফগানরা
স্পের্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে  জয় পেয়েছে আফগানিস্তান। মাশরাফিদের দেয়া ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান করে আফগানরা।

 

এদিন বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করে ৪৯.২ ওভার ব্যাট করতে পারে। যার পেছনে ওই মোসাদ্দেকের অবদানই সবচেয়ে বেশি। ৭ উইকেট পড়ে যাওয়ার পর তাইজুলকে নিয়ে রান বাড়াতে থাকেন। এরপর রুবেলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর নিয়ে যান, ২০৮ এ।

 

শুরুতে চরম ব্যর্থতার পরিচয় দেন ব্যাটসম্যানরা। তামিম-সৌম্য কেউ দাঁড়াতে পারেননি। এরপর রিয়াদ-মুশফিক কিছু পথ পার করে বিদায় নেন। সাকিব আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে পথ ধরেন। সাব্বির লাইন মিস করে এলবিডব্লিউ। মাশরাফি চড়াও হতে যেয়ে ধরা।

 
বিদায়ের মিছিল তামিমকে দিয়ে শুরু। ৩৬ বলে ২০ রান করে আশরাফের বলে কাটা পড়েন। এরপর সৌম্যকেও ফেরান ওই আশরাফ। ৩১ বলে ২০ রান করতে পারেন তিনি। ধরা পড়েন শাইদির হাতে।
 
২৫তম ওভারের শেষ বলে রিয়াদ নাভিদ-উল হকের বলে বোল্ড হয়ে ফেরেন। যাওয়ার আগে ৩৯ বলে করে যান ২৫। ‘ভায়রা’কে হারিয়ে মুশফিক সাব্বিরকে নিয়ে চাপ সামলানোর আগেই বোকা বনে যান। ২৮তম ওভারের প্রথম বলে রহমতউল্লাহকে ডিপ স্কয়ার লেগে টেনে মারতে যেয়ে নাভিদ-উল হকের হাতে ধরা পড়েন। তখন ৫১ বলে ৩৮ রানে ছিলেন। আরেক প্রান্তে ৭ রানে ছিলেন সাকিব। তার সঙ্গে যোগ দেন সাব্বির। 
 
৩২তম ওভারে নবীর করা শেষ আর্ম ডেলিভারি ব্যাকফুটে খেলতে যেয়েই বিপদ ডাকেন সাকিব। ব্যাট ছুঁয়ে বল লাগে প্যাডে। কিন্তু আম্পায়ার তর্জনী উঁচু করে দেন!
 
সাকিব এদিন বেশ ধীরে-সুস্থে খেলছিলেন। শেষ পর্যন্ত ২১ বল খেলে ১৭ রানে বিদায় নেন। 
 
পরের ওভারের প্রথম বলে বিদায় নেন সাব্বির (৪)। রশিদ খানের গুগলি হাঁটুগেড়ে সুইপ করতে যেয়ে লাইন মিস করে এলবি হন। 
 
এরপর মাশরাফি এসেও সতর্কভাবে শুরু করেন। দুটি ডিফেন্সও করেন। কিন্তু ৩৪তম ওভারে নবীর শেষ বলে স্টেফ আউট করে শট নিয়ে মিডঅফে দৌলত জাদরানের হাতে ক্যাচ দেন। বাংলাদেশের দলীয় স্কোর তখন ৭ উইকেটে ১৪১।
 
এই অবস্থায় স্পিনার তাইজুলকে নিয়ে হাল ধরেন মোসাদ্দেক। তাইজুল ৩১টি বলও খেলেন। কিন্তু এভাবে আর কতক্ষণ। লেগ স্পিনার রশিদ খান তাকে ফিরিয়ে দেন। ঠিক পরের বলে তাসকিনকে বিদায় করেন তিনি। রুবেল এসে হ্যাটট্রিক থামান। এই রশিদ প্রথম ম্যাচেও তার ঘুর্ণি জাদুতে বাংলাদেশকে ভোগান।
 
বল করতে নেমে সাকিব শুরু থেকে আক্রমণে যান। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলেন। এরপর আঘাত হানেন মোসাদ্দেক। দুটি উইকেট পেয়েছেন তিনি। মাঝখানে মাশরাফি একটি নেন।
 
শেষ দিকে ৩২ বলে ২০ দরকার ছিল আফগানদের। হাতে ছিল ৪ উইকেট। ঠিক তখন রশিদ খানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আশা জাগান সাকিব। এটি ছিল তার চতুর্থ উইকেট। এই নিয়ে নির্দৃষ্ট একটি ভেন্যুতে শততম উইকেট নেয়ার নজির গড়লেন এই অলরাউন্ডার।
 
মোসাদ্দেক এরপরও চিত্রনাট্যে ছিলেন। ২৪ বলে তখন আফগানদের চাই ১৫। মাশরাফি স্মরণ করলেন অভিষিক্তকে। মোসাদ্দেক আসলেন। মন জয় করলেন। মুশফিকের সহজ স্ট্যাম্পিং মিসের কারণে চূড়ান্ত কাজটুকু করতে পারলেন না। খরচ করেন ২ রান। পরের ওভারে তাইজুলও অধিনায়কের আস্থার প্রতিদান দেন। দিয়ে যান ২ রান। এরপর শেষ দুই ওভারে সলীল সমাধি হয় সব উত্তেজনার।
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com