দল হিসেবে ভালো করিনি: মাশরাফি

দল হিসেবে ভালো করিনি: মাশরাফি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০২:২০:৩০
দল হিসেবে ভালো করিনি: মাশরাফি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
শততম জয়ের লক্ষে মাঠে নেমে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেটে পরাজয়ের পেছনে ‘দল হিসেবে খারাপ খেলাকে’ দায়ী করলেন মাশরাফি বিন মুর্তজা।
 
বুধবার রাতে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।
 
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ওভারঅল আমরা টিম হিসেবে সবাই খারাপ করেছি। বোলিংয়েও নবী ও আসগর যখন রান করছিল তখন আমরা আরেকটু আক্রমণাত্মক হতে পারতাম। আরেকটু বোলিং ভালো করতে পারতাম। উইকেটে না নিলেও রান আটকে চাপ দিতে পারতাম। তাহলে অন্য কিছু হতেও পারতো। এক পাশে সব দোষ দিয়ে লাভ নেই। ওভারঅল দল হিসেবে ভালো করিনি।’
বোলিংয়ের চেয়ে দলের ব্যাটিং নিয়েই আক্ষেপ বেশি মাশরাফির। ‘ব্যাটিংয়ে টপ চারজন ব্যাটসম্যানকে দেখেন, সবাই ২০-২৫ রান বা তারও বেশি করে আউট হয়েছে। আজকে যে উইকেট ছিল ২৪০ বা ২৩০ করলে ভালো স্কোর হতো। কিন্তু আমরা ওখানে সেট হয়ে আউট হয়েছি। ওয়ানডেতে ২০-২৫ রান সেট স্কোর।’
 
তবে এমব ম্যাচ হারের পর আফগানদের প্রশংসা করতেও ভোলেননি মাশরাফি, ‘প্রথমত আফগানিস্তানকে ক্রেডিট দেওয়া উচিত। কারণ তারা প্রত্যেকবার আমাদেরকে কম রানে আটকে দিচ্ছে। আমি মনে করি ওরা হেভি স্পিন সাইট, স্কিলফুল। ওদের আক্রমণে রশীদ খান আসার পর স্পিন অ্যাটাক আরও ভালো হয়েছে। আজকের উইকেটের কথা যদি বলেন আজকে আরও সাহায্য পেয়েছে। আমরাও স্কিলফুল। আজকে আমাদের হয়নি। আশা করছি সামনে হবে।’
 
আফগানদের বিপক্ষে এ ম্যাচে ২০৮ রানের ছোট পুঁজি নিয়েই লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের দারুণ আশা জাগান সাকিব। আফগানদের সংগ্রহ তখন মাত্র ১৪ রান।
 
অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ভাঙেন উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ৪৫ রানের তৃতীয় জুটিটি। আফগানদের ৬৩ রানের মাথায় সাকিবের তৃতীয় আঘাতে পড়ে আফগানদের চতুর্থ উইকেট। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় গড়া ৩৫ রানের ইনিংস খেলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার পর বাংলাদেশের কাছেই ছিল ম্যাচটি। 
 
পরের গল্পটা টাইগারদের দারুণ বোলিং আর আফগানদের ধৈর্যশীল ব্যাটিংয়ের, ম্যাচে জয় হয় আফগানদেরই। এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশকে প্রথমবার হারায় তারা।
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com