থামানোই যাচ্ছিল না বায়ার্ন মিউনিখকে। পেপ গার্দিওলার কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর কার্লো অ্যানচেলত্তি স্বরুপেই রেখেছিলেন জার্মান চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়নস লিগে এসে সেই ছন্দে বাধা পড়ল অ্যাতলেতিকো মাদ্রিদের সামনে। ভিসেন্তে কালদেরনে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে যে ১-০ গোলে হেরে গেছে বায়ার্ন। ৩৫ মিনিটে ইয়ানিক কারাস্কোর দেওয়া গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। জিততে পারেনি ম্যানচেস্টার সিটিও। সেল্টিকের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে চলতি মৌসুমে উড়তে থাকা ইংলিশ ক্লাবটি।
জিতেছে অবশ্য আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ঘরের মাঠে গানাররা ২-০ গোলে হারিয়েছে এফসি বাসেলকে। জোড়া গোল করেছেন থিও ওয়ালকট। বড় জয় নিয়ে ফিরেছে অবশ্য প্যারিস সেন্ত জার্মেই। লুডোগোরেটসের মাঠ থেকে পেয়েছে ৩-১ গোলের জয়। নাপোলি আবার ঘরের মাঠে ৪-২ গোলে হারিয়েছে বেনফিকাকে।
বিবার্তা/ইফতি