ক্রিকেট নিয়ে কিছু মজার তথ্য

ক্রিকেট নিয়ে কিছু মজার তথ্য
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৫:৫১
ক্রিকেট নিয়ে কিছু  মজার তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
● শহীদ আফ্রিদি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্রুততম শতকটি করেছিলেন ওয়াকার ইউনিস কাছ থেকে ধার করা ব্যাট ব্যবহার করে।
 
● ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ক্রিকেটের আইনে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্ত হয়েছে শুধুমাত্র একটি আইনের পরিবর্তন হয় নাই সেইটা হলো ক্রিকেট পিচের দৈর্ঘ্যের।
 
● টিভি আম্পায়ার প্রথম কাকে আউট দিয়েছিলেন জানেন? কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে! আর সেই রানআউট কে করেছিলো? বিশ্ব বিখ্যাত ফিল্ডার জন্টি রোডস। একই টেস্ট ম্যাচে পরবর্তী দিনে জন্টি রোডসকে আম্পায়ার রান আউট দেয় আর সেই রান আউট করে ছিলেন কাকতালীয় হলেও ঘটনা সত্য সে হল শচীন টেন্ডুলকার।
 
● ১৯৭৫ সালের ওয়ার্ল্ড কাপের একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কর প্রথমে ব্যাটিং করতে নেমে ৬০ ওভার ব্যাট করে রান করেছিলেন মাত্র ৩৬ রান। সেই ম্যাচে ভারত ২০৩ রানে বিশাল ব্যবধানে হেরেছিল।
 
● ১৮৮৭ সালে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারায় ৪৫ রানে ঠিক ১০০ বছর পর ১০০ তম টেস্ট ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারায় ৪৫ রানে।
 
● গ্রাহাম ম্যাককেনজি ছিলেন একদিনের আন্তজাতিক ক্রিকেটের প্রথম বোলার। আর জিওফ বয়কট ছিলেন একদিনের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান।
 
● বেসবলকে বলা হয় আমেরিকান ক্রিকেট। ক্রিকেট আর বেসবল খেলা অনেকটা একই রকম। তবে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন ক্রিকেট খেলোয়াড় ১১ জন হয় আর বেসবলে ৯ জন। ক্রিকেট খেলা সাধারণত হয় দুই ইনিংসের। অন্যদিকে বেসবল খেলা হয় নয় ইনিংসের।
 
● মুত্তিয়া মুরালিধরন এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট পেয়েছিল ৫১ রান খরচ করে। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ১৯৫৬ সালের ২৬ জুলাই এক টেস্ট ম্যাচে দুই ইনিংসে ১৯ উইকেট পেয়েছিল ইংল্যান্ডের স্পিন বোলার জিম লেকার। তিনি দুই ইনিংসে ৬৮ ওভার বল করে মাত্র ৯০ রান দিয়ে ১৯ উকেট পেয়েছিলন। যার গড় ছিল পার ওভার ১.৩২, এই ৬৮ ওভারের মধ্যে তিনি ২৭ ওভার মেডেন নিয়ে ছিলেন।
 
● ক্রিকেটের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ হল ১৯৩৯ সালের ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলা ম্যাচটি। ১৪ দিন খেলার পর এই ম্যাচটি শেষ টাই হিসাবে ঘোষণা করা হয়।
 
● অস্ট্রেলিয়ার অ্যালান ডেভিডসন প্রথম খেলোয়াড় যে এক টেস্ট ম্যাচে ব্যাটিং করে ১০০ রান এবং বোলিং করে ১০ উইকেট পেয়েছিল।
 
● আনুষ্ঠানিকভাবে স্বীকৃত টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ১৭ মার্চ। ক্রিকেটে বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক বিতর্ক উঠেছে, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে ব্যাসিল ডি’অলিভিয়েরা কেলেঙ্কারি যার জন্য দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বডিলাইন সিরিজ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে আন্ডারআর্ম বোলিংয়ের ঘটনা উল্লেখযোগ্য।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com