মিরপুরে সাকিবের ‘উইকেটের সেঞ্চুরি’

মিরপুরে সাকিবের ‘উইকেটের সেঞ্চুরি’
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৫:৩০
মিরপুরে সাকিবের ‘উইকেটের সেঞ্চুরি’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
একক কোনো মাঠে তৃতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশী সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়ে এই মাঠে শততম উইকেটের স্বাদ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
 
এর আগে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস একক মাঠে ১০০ উইকেট নেয়ার কৃর্তি গড়েন। 
 
মিরপুরে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে আজ ৪ উইকেট প্রয়োজন ছিল সাকিবের। নিজের দ্বিতীয় ওভারেই সাকিব আফগান শিবিরে আঘাত করেন।
 
ওয়ানডেতে একক কোনো মাঠে ১০০ উইকেট
পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ ১২২টি উইকেট নিয়েছেন। ৭৭ ম্যাচে শারজাহতে ১২২ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই গ্রেট। ১৬ ম্যাচ কম খেলে তারই সতীর্থ ওয়াকার ইউনিস একই মাঠে নিয়েছেন ১১৪ উইকেট। মিরপুরে সাকিবের উইকেট এখন ১০০টি। সাকিবের পর এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। মুরালিধরন শারজাহতে ৮২ উইকেট নিতে খেলেছেন মাত্র ৪৫ ম্যাচ। এ তালিকায় শীর্ষ পাঁচ নম্বরে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। শেরে বাংলায় ৫৩ ম্যাচে মাশরাফি এখন পর্যন্ত পেয়েছেন ৭৭ উইকেট।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com