আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত কিছু সাফল্য পেয়ে টাইগাররা। এই ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন মোসাদ্দেক। অভিষেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে প্রথম বলেই উইকেট শিকারের কৃতীত্ব অর্জন করেন।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ ও শততম ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ২০৮ রানেই অলআউট হয়ে যায় মাশরাফিরা। ব্যাটিংয়ে সবাই আসা-যাওয়ার মধ্যে থাকলে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ রান। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৪৫ রান করেন।
ব্যাটিংয়ের পর বল হাতেও সাফল্য দেখান অভিষিক্ত মোসাদ্দেক। ১০ ওভার বল বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
মোসাদ্দেককে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে প্রত্যাশার চেয়েও বেশি কিছু করেছে মোসাদ্দেক। আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে। লেট অর্ডারে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। অসাধারণ ইনিংস খেলছে। আত্মবিশ্বাসের লেভেল বেশ ভালো। বোলিংয়েও অবিশ্বাস্য। ওকে ১০ ওভার করাবো এটা শুরুতে চিন্তা করিনি। কিন্তু ও প্রথম ওভার থেকেই উইকেট নিয়েছে। ওর প্রতিটি বল দেখেই মনে হয়েছে উইকেট পাওয়ার মত। ব্যাটিং, বোলিং দুটোই ভালো করেছে।’
বিবার্তা/প্লাবন