আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় ওয়ানডেতে দলে জায়গা পেয়েছেন মোশাররফ হোসেন। বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা রুবেল হোসেন।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই উইকেটে হেরে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ সাত রানের কষ্টার্জিত জয় পেয়েছে। বর্তমানে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতা বিরাজ করছে।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ১৪ জনের দলে রুবেলের জায়গায় নেওয়া হয়েছে মোশাররফ হোসেনকে।
২০০৮ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি স্পিনার মোশাররফ তৃতীয় ওয়ানডের একাদশে থাকলে প্রায় সাড়ে ৮ বছর পর আবারো লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পাবেন।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আগামী ১ অক্টোবর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল আড়াইটায়।
১৪ সদস্যের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোশাররফ হোসেন রুবেল।
বিবার্তা/প্লাবন