বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এলবিডব্লিউ’র বিশ্বরেকর্ড!

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এলবিডব্লিউ’র বিশ্বরেকর্ড!
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৮:০০
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এলবিডব্লিউ’র বিশ্বরেকর্ড!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এলবিডব্লিউয়ের বিশ্বরেকর্ড হয়েছে। ম্যাচে দুই দলের চারজন ব্যাটসম্যান সহ মোট আট ব্যাটসম্যান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন। এক ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি এলবিডব্লিউয়ের রেকর্ড এটি।  আটটি এলবিডব্লিউয়ের এটা তৃতীয় নজীর।
 
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে আফগানিস্তান ক্রিকেট দল।  সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মিরপুরে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
 
বুধবারের ম্যাচে ৪৯. ২ ওভারে ২০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগারদের পুরো ইনিংসে এলবিডব্লিউ আউট হন সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে সাকিবের উইকেটটি ছাড়া বাকিগুলো পান আফগান লেগ স্পিনার রশিদ খান। সাকিবকে আউট করেন সাবেক অধিনায়ক ও অফ স্পিনার মোহাম্মদ নবী।
 
জবাবে, ব্যাট করতে নেমে দু’বল হাতে রেখে দুই উইকেটের জয় পায় আফগানরা। তাদের ইনিংসে এলবিডব্লিউ হন রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদি, মোহাম্মদ নবী ও রশিদ খান। এর মধ্যে সাকিব দুটি, অধিনায়ক মাশরাফি ও অভিষিক্ত মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট শিকার করেন।
 
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে মোট ম্যাচ সংগঠিত হয়েছে ৩,৭৮৩ টি। এর মধ্যে ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রথম আটটি এলবিডব্লিউয়ের দেখা মিলেছিল।
 
উল্লেখ্য এর আগে তিনটি ম্যাচে সাতটি এলবিডব্লিউয়ের মুখ দেখেছিলো ক্রিকেট বিশ্ব। সেই তিনটি ম্যাচ হল – ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তান ও কানাডার মধ্যকার ম্যাচ, ২০১৩ সালে পার্লে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ ও চলতি বছরের জুনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com