আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন পয়েন্ট হারিয়েছে মাশরাফিরা।
৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিচু সারির দল আফগানদের কাছে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়। ফলে তিন পয়েন্ট খুইয়ে ৯৫ তে নেমে এসেছে টাইগাররা। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের রেটিং পয়েন্ট ৯৪। অর্থাৎ আফগানদের বিপক্ষে শেষ ম্যাচ ও সিরিজ হারলেই বিপদে পড়বে বাংলাদেশ।
সিরিজ হারলে রেটিং পয়েন্ট করে ৯১তে নেমে আসার সাথে সাথে র্যাঙ্কিংয়েও টাইগারদের অবনতি হবে। যা ২০১৯ বিশ্বকাপে টাইগারদের সরাসরি অন্তর্ভুক্তি হুমকির মুখে পড়বে।
বিশ্বকাপে সরাসরি খেলতে টাইগারদের ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। যে কারণে আফগানিস্তান সিরিজ জয়ের সাথে সাথে আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়েও ভাবতে হচ্ছে টাইগারদের। কারণ ইংল্যান্ড সিরিজে জয় পেলে বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে উন্নতিট সম্ভাবনা আছে।