অবশেষে শুক্রবার রাতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ৬ বছর পর ঢাকায় পা রাখছে ইংলিশরা। রাত ৮টা ৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।
ক্রিকেটারদের পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফসহ ঢাকা সফরে মোট ৩৪ জন আসছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড
টেস্ট স্কোয়াড: অ্যালিস্টার কুক, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।
ইংল্যান্ড ওয়ানডে দল: জশ বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস।
বিবার্তা/প্লাবন