ইউরোর ফাইনালে পর্তুগালকে শিরোপা জেতান ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই ম্যাচের পর থেকেই ইনজুরিতে পড়েন তিনি। বেশ কয়েক মাস পর ইনজুরি কাটিয়ে রিয়ালের হয়ে খেলেছেন রোনালদো।
ইনজুরির কারণে রাশিয়ার ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে দলে না থাকলেও দ্বিতীয় ম্যাচে আবারও দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ এই তারকা।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। এরপর পরবর্তী ম্যাচের আগেই পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস দলে ডাক দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোকে। তার সঙ্গে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ পেপেও।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ৭ অক্টোবর অ্যান্ডোরার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এরপর ১০ অক্টোবর তৃতীয় ম্যাচে ফারো আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
বিবার্তা/প্লাবন