এ ধরনের ঘটনা দেশের বাইরে প্রায়ই ঘটে। হয়তো বাংলাদেশে প্রথম আমার সাথেও। ভক্তটি দৌড়ে এসে আমাকে বললো আমি আপনার ফ্যান। আমি এটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। ওর যেন কিছু না হয়।’ বলছিলেন বাংলোদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের ২৯তম ওভার চলছিলো।
ওভারের দ্বিতীয় বলটি করে বোলিং মার্কে ফিরছিলেন তাসকিন আহমেদ। হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে এসে মাঠে ঢুকলেন এক দর্শক।
ঢুকেই সোজা চলে গেলেন মাশরাফির কাছে। পুরো মাঠ তখন স্তব্ধ। মাঠে বল গড়ালো না। মনে হচ্ছিল মাশরাফির সাথে দেখা করতেই তিনি মাঠে নেমেছিলেন। মাশরাফিও তাকে কাছে টেনে নিলেন পরম মমতায়। এরপর মাঠের নিরাপত্তা কর্মীরা এসে সেই দর্শককে মাঠের বাইরে নিয়ে যান।
আন্তর্জাতিক কোন ম্যাচ চলাকালীন এ ধরনের আচরণ সম্পূর্ণ বেআইনি। এতে করে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে মাশরাফি নিজ দেশের ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা নিয়ে একেবারেই শংকিত নন বরং মাঠের নিরাপত্তা যথেষ্টই ভাল আছে বলে দাবি করলেন তিনি।
‘আমাদের নিরাপত্তা অনেক ভাল। মাঠের নিরাপত্তার দিকে তাদের ভালই খেয়াল আছে।
বিবার্তা/ইফতি/প্লাবন