বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশন চত্বরে শান্তি সমাবেশ করেছে বেলজিয়াম আওয়ামী পরিবার। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশসহ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
টেলিকনফারেন্সের মাধ্যমে সমাবেশে ব্ক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।তিনি বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের ধারাকে ব্যাহত করতে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাসবাদে মদদদাতাদের গ্রেফতার করে জনমনে আস্থা ফিরিয়ে এনেছেন। জনগণ সুখী সমৃদ্ধ দেশ গঠনে শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারে।
সমাবেশে আরো বক্তব্য দেন বেলজিয়াম আওয়ামী লীগের প্রাণপুরুষ জনাব শহিদুল হক শহীদ, ছাত্রলীগ জাতীয় পরিষদ সদস্য জাহাঙ্গীর চৌধুরী (রতন) ও বেলজিয়াম আওয়ামী লীগ নেতা মাকসুদ আলী হিমু, বেলজিয়াম যুবলীগ সভাপতি এম এম মোর্শেদ,সমাবেশে ছিলেন ফয়সাল আজাদ তালুকদার, বাবু নিরঞ্জন চন্দ্র রয়, দাউদ খান সোহেল, এম এ সালাম, মো. জামাল উদ্দিন মনির, বাদশা হক, বেলজিয়াম যুব লীগ সভাপতি এম এম মোর্শেদ, সহ- সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল আলম, সদস্য দিলরুবা বেগম,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবু বিধান দেব, সাধারণ সম্পাদক ফিরোজ বাবুল, আবু তাহের, সালেহ জহুর, এম ফউজ প্রমুখ।
সমবেত জনতা বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
বিবার্তা/মোর্শেদ/ফারিজ