সৌদি আরবের দাম্মামে সাদ কোম্পানিতে কর্মরত সমস্যাগ্রস্হ বাংলাদেশী শ্রমিকদের হাতে সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ সাহায্য পৌঁছে দিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সেলর সরোয়ার এ আলম।
তিনি শ্রমিকদের জানান, সাদ কোম্পানিতে কর্মরত বাংলাদেশিরা দেশে যেতে চাইলে তাদের ফেরত পাঠানো, অন্য কোম্পানিতে কাজ করতে চাইলে তাদের বিনা খরচে কর্মস্থল পরিবর্তন এবং বকেয়া বেতন-ভাতা আদায়ে মামলা পরিচালনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে দূতাবাস।
সৌদি ওজার কোম্পানির কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন কাউন্সিলর সারোয়ার এ আলমসহ কর্মকর্তারা। সেখানে থাকা সমস্যাগ্রস্হ বাংলাদেশিদের তালিকা প্রণয়ন করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এছাড়াও গত কয়েকদিন যাবৎ সৌদি আরবের রাজধানী রিয়াদসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের সরকারি সংস্থা, কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশি শ্রমিকদের সাথে সমস্যা সমাধানে আলোচনা করছেন দূতাবাসের শ্রম উইংয়ের কর্মকর্তাবৃন্দ।
বিবার্তা/সাগর/রয়েল