আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯’র অ্যাসেম্বলি উইমেন এলিসিয়া হাইন্ডম্যানের পুনঃনির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের সাউথ জ্যামাইকার লরেনটনে অবস্থিত সাউদার্ন গার্লস সোল ফুডে ফান্ড রেইজিংয়ের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন হয়।
দুপুর থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কিক অব অনুষ্ঠানে যোগ দিয়ে এলিসিয়াকে সমর্থন জানান তার সতীর্থ অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কাউন্সিলম্যান ডেনিক মিলার, কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, অ্যাসেম্বলিম্যান লি রয় কমরি, স্টেট সিনেটর স্যান্ডার্স, মেনি কফম্যান, আর্চি স্প্রিংগার প্রমুখ।
এদিকে এলিসিয়া হাইন্ডম্যান জানান, যেহেতু তিনি বাংলাদেশী অধ্যুষিত এলাকার অ্যাসেম্বলি উইমেন তাই তিনি একজন বাংলাদেশী তরুণীকে তার অফিসে নিয়োগ দিয়েছেন।
বিবার্তা/খোকন/নিশি