সৌদি আরবে জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে ১১ আগস্ট বৃহস্পতিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রিয়াদ জেলা শাখা। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হায়দার ভুইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হাসনাত সুমন ও গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন তানিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-পাঠাগার সম্পাদক আসাদ বেপারী, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবেল দাড়িয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. পলাশ, প্রচার সম্পাদক জসিম খান, সাংগঠনিক সম্পাদক লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন খসরু, সাংগঠনিক সম্পাদক পাশান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক শাহজাদা আরমান, আইন বিষয়ক সম্পাদক সেলিম মৃধা, সদস্য আব্দুল মান্নান, সদস্য মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ মাতবর, সহ-মানব বিষয়ক সম্পাদক শওকত দাড়িয়া, সাহিত্য সম্পাদক সেবুল হাছান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক তারিখ শেখ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা আব্দুল হামিদ, সহদফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল চৌধুরী। দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার ভূঁইয়া বলেন, দেশে দুই-একটা জঙ্গিবাদী হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। তিনি যদি একবার ডাক দেন, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ দেশে-বিদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে বাংলাদেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করবে।
তিনি আরো বলেন, মাত্র সাত বছরে বাংলাদেশের জিডিপি ৩০ বিলিয়ন ডলার, যা বিশ্বে তাক লাগার মতো ঘটনা। দেশের উন্নয়ন হু হু করে বাড়ছে। এসব দেখে বিএনপি-জামায়াত আজ সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের উন্নয়ন থামাতে চায়। এসব জঘন্য হিংসাত্মক কর্মকাণ্ডের কারণে জনসমর্থন হারিয়ে তারা এখন দিশেহারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আগামী ২১ সালে মধ্যম আয়ের দেশসহ ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি-জামায়াত বাংলাদেশের ইতিহাস পাল্টে দেয়ার ষড়যন্ত্র করেছিল। অথচ তাদের অস্তিত্ব আজ বিলীন হতে চলেছে। একদিন আসবে স্বাধীনতাবিরোধী এই দলগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে স্থান পাবে।
তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব আজ দুইভাগে বিভক্ত। একটি ধর্মান্ধ মৌলবাদী শক্তি; আরেকটি মানবতাবাদী গণতান্ত্রিক শক্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাজীবনে মানবতাবাদী গণতান্ত্রিক ধ্যান-ধারণায় রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন করেছেন। তার রাজনীতির মূলমন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা। যে কারণে দেশের আপামর জনতার নিরঙ্কুশ সমর্থনে মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হওয়া সম্ভব হয়েছে। তার কন্যা শেখ হাসিনা দেশে ধর্মনিরপেক্ষতার ধ্যানধারণায় দেশ পরিচালনা করার কারণেই আজ বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।
দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রবাস থেকে সবরকম সহযোগিতা করে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
বিবার্তা/সাগর/নিশি