বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে শনিবার দুই বাংলাদেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন মৌলভীবাজারের দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার সাজ্জাদ আলী (৩৪) ও একই উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দীন মাসুক (৪৩)।
বাহরাইনের রাজধানী মানামা থেকে ২৫ কিলোমিটার দূরে আহমেদ টাউন ভুরিতে শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত চার জন।
নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, ঘটনার সময় শ্রমিকরা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একজন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের সিলিন্ডারে ছিদ্র থাকায় তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে সালমানিয়া হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ আলী ও রিয়াজ উদ্দীনের মৃত্যু হয়।
বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব মহিদুল ইসলাম ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন সিকান্দার সালমানিয়া হাসপাতালে গেছেন।
বিবার্তা/ফারিজ