বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) উদ্যোগে কানাডার টরেন্টোতে সদ্য প্রকাশিত পাঁচটি গ্রন্থের ব্যতিক্রমধর্মী এক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শুক্রবার ৯ ডজ রোডের কানাডিয়ান লিজিয়ন হলে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত পুরু।
বিএলআরসি কর্তৃক সদ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- মুক্ত চিন্তক আকবর হোসেন রচিত গদ্যগ্রন্থ ‘আমার সময় আমার পথ’ ও ‘মাই লোনলি থটস’, সংস্কৃতিকর্মী শেখর ই গমেজ রচিত কবিতার বই ‘মনকল্প’, ইয়েটসভক্ত সুজিত কুসুম পাল রচিত ‘ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ’ এবং ড. দিলীপ চক্রবর্তীর উপন্যাস ‘সপ্রতিভ’। উল্লেখ্য, লেখকদের প্রত্যেকেরই এগুলো প্রথম গ্রন্থ।
গ্রন্থগুলোর প্রচ্ছদ করেছেন কলকাতার শিল্পী অপরূপ উকিল, টরেন্টো প্রবাসী শিল্পী রাজীব সাহা ও বাংলাদেশের তরুণ শিল্পী মোস্তাফিজ কারিগর।
‘লেখনীর শক্তিতে জয় করি আগামীর সূর্য’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানে সদ্য উন্মোচিত গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন আজিজুল মালিক, ড. মোজাম্মেল হক খান, ড. সুজিত দত্ত, সাদ কামালী ও শিউলী জাহান।
আলোচকেরা কানাডানিবাসী মেধাবী বাঙালি লেখক খুঁজে তাদের বই প্রকাশে বিএলআরসির ভূমিকাকে অভিনন্দন জানান এবং এ ধরনের কাজ চালিয়ে যেতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন অরুণাভ ভট্টাচার্য, সুমন মালিক, নাহিদ কবির কাকলি, শাশ্বত সান্যাল,ফারহানা ইয়াসমিন গল্প, স্নিগ্ধা চৌধুরী, চয়ন দাস, সুমন সাইয়েদ, সজীব চৌধুরী, মাহবুব ও ব্রতী দাস দত্ত। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেলওয়ার এলাহী।
অতিথি হিসেবে উপস্থিত কানাডার বিশিষ্ট বাঙালি শিল্পপতি জয়দেব সরকার বাংলা ভাষা নিয়ে প্রবাসে বিএলআরসির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও বিএলআরসির ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিএলআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. রাখাল সরকার নতুন প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠনটির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন। প্রবাসে বাংলা সাহিত্যকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নির্বাহী পরিচালক সুব্রত কুমার দাস।
বিবার্তা/সদেরা/নিশি