ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় বলা হয়, পৃথিবীতে এমন কোন নজির নেই যেখানে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়। বছর ঘুরে আবার ফিরে এলো সেই শোকাবহ দিন ১৫ই আগস্ট। যেদিন আমরা হারায় আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। ১৯৭৫ এর এইদিনে স্বাধীনতা বিরোধী অপশক্তির বুলেটের আঘাতে সপরিবারে হত্যা হয়েছিলেন আমাদের বাঙালি জাতির জনক, আমাদের সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। হে জনক তোমার অভাব পূরণ হওয়ার নয়।
আয়োজকরা বলেন, আজ গভীর শ্রদ্ধাও অফুরন্ত ভালোবাসার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, আরো স্মরণ করছি ১৫ আগস্টের শহীদদের।
উল্লেখ্য, ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন মিঠু বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবনধু এর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
আগামী ২১ আগস্ট রবিবার ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৫ আগস্টের শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল, পরিবেশ সম্পদক ফাহমিদ আল মাহিদ, সদস্য আহসানুজ্জামান নয়ন ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট।
বিবার্তা/বিদ্যুৎ/জিয়া