বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট রাতে বার্সেলোনার একটি হোটেলে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাতালুনিয়া আওয়ামী লীগের সভাপতি নূরে জামাল খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বেলাল উদ্দিনের পরিচালনায় শোক সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরির স্বপ্নকে শেষ করার জন্যই ঘাতকরা তাঁকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু তারা বঙ্গবন্ধুর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সফল বাস্তবায়ন হচ্ছে।
বক্তরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর খুনের রায়ে সাজাপ্রাপ্তদের যারা এখানো পালিয়ে থেকে দেশদ্রোহী চক্রান্ত করছে, তাদের প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধরে এনে রায় কার্যকরের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
শোক সভায় টেলি-কনফারেন্সের মাধ্যমে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য দেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, স্পেন আওয়ামী লিগ নেতা রিজভী আহমেদ প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্ধের মধ্যে বক্তব্য দেন, কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়া সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও কাতালুনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম ভূইয়া, কাতালুনিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ফারুক মিয়া, আহমেদ লাবু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, কাতালুনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু আহমেদ, দপ্তর সম্পাদক সামছুদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা জেবু, সদস্য মোহাম্মদ বিল্লাল ও মোহাম্মদ আলম। কাতালুনিয়া যুবলীগের সভাপতি সাহাবুদ্দিন সাহাব, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/মিরন/কাফী