সৌদি আরবের রিয়াদে দোকানে কাজ করার সময় মই থেকে পড়ে মো. শফিক (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার স্থানীয় সময় বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
শফিক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পাটোয়ারী বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। ১৮ বছর আগে তিনি রিয়াদে যান।
নিহত ব্যক্তির ভাই মনির হোসেন জানান, রিয়াদের আসোয়াত এলাকায় শফিকের কসমেটিকস-এর দোকান রয়েছে। পাইকারি বাজার থেকে মাল কিনে এনে দুপুরে সেগুলো দোকানে সাজানোর সময় মই থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শফিকের লাশ বর্তমানে রিয়াদের সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/ইডি/ইফতি