২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের এক বিভীষিকাময় দিন। জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত সেদিনের ওই গ্রেনেড হামলায় যে চারদলীয় জোটের ইন্ধন ছিল তা আজ অনেকটাই প্রমাণিত। আর, সেকারণেই সেদিন জোট সরকার গ্রেনেড হামলার বিষয়টি এড়িয়ে যেতে নানা কৌশলের আশ্রয় নিয়েছিল। সিআইডিকে দিয়ে সাজানো হয়েছিল জজ মিয়া প্রহসন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনককে হত্যার মধ্য দিয়ে একটি অপশক্তি দেশ ও জাতিকে উল্টোপথে ঠেলে দিতে চেয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা এরই ধারাবাহিক প্রক্রিয়া। জঙ্গি-জামায়াতবেষ্টিত সরকার চেয়েছিল বাংলাদেশ থেকে প্রগতিশীলতার ধারা মুছে ফেলতে। চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চিরতরে নির্বাসনে পাঠাতে। কিন্তু তা সম্ভব হয়নি। সত্যের জয় কোনো কিছুতেই ঠেকিয়ে রাখা যায়নি। ২১ আগস্টের বিভীষিকাময় স্মৃতি মনে রেখে বাংলার মানুষ আগামীতেও অপশক্তিকে রুখে দেবে বলে মন্তব্য করে বক্তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন, সৈয়দ বশারত আলী, সামসুউদ্দীল আজাদ, লুৎফর করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, গনসংযোগ সম্পাদক কাজী কয়েস, প্রবাসী সম্পাদক সোলাইমান আলী, যুব সম্পাদক মাহাবুব রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক কার্যকরি সদস্য, সাহানারা রহমান গোলাম মওলা, শরিফ কামরুল আলম হিরা, আব্দুল হামিদ, জহির উদ্দিন, খোরশেদ খন্দকার, আলী গজনবী, এস আলম বিপ্লব, আশ্রাফ মাশুক, নিউইয়র্ক স্টেট, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমুল, সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধরী নিউ জার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদ, ইস্ট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহানাজ মমতাজ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সালেহ মুহাম্মদ টুটুল, আন্তঃ সহ সম্পাদক সাখওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ সভাপতি আশরাফ উদ্দিন, সহ সভাপতি দরুদ মিয়া রনেল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ সভাপতি আনিছুর রহমান, যুবলীগের প্রচার সম্পাদক গনেশ কীতনীয়া, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন সাধারণ সম্পাদক সেবুল মিয়া, ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, ও হেলাল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার জনসভায় বোমা ও গ্রেনেড হামলা করা হয়। এতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান। কিন্তু আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন এবং গুরুতর আহত হন দুই শতাধিক নেতাকর্মী।
বিবার্তা/খোকন/নিশি