২১ আগস্টে চালানো হত্যাকাণ্ডের নিন্দা জানাতে সুইডেনের স্টকহোমে রবিবার সভা করেছে সুইডেন আওয়ামী লীগ। সভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নিহতদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতাও পালন করা হয়। সভায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোহাম্মদ আলমের নেতৃত্বে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির। সভা পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান। প্রধান আলোচক ছিলেন বীর শহীদ পরিবারের কন্যা আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার শিকার এবং সুইডেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলা চৌধুরী।
সভায় নিলা চৌধুরী সেই দিনের বিভীষিকাময় স্মৃতির চিত্র তুলে ধরতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন। হল ভর্তি শতাধিক নেতা কর্মী নিলা চৌধুরীর মুখে ২১ আগস্টের বর্নণা শুনে অশ্রুসিক্ত হয়ে পরেন।
সভার সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির বলেন, আগস্ট বাঙালী জাতির জীবনে বিয়োগান্তক মাস। হত্যা, খুন, স্বজন হারানোর মাস। জাতিকে নেতৃত্ব শূন্য করার মাস। একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসররা বারবার বেছে নিয়েছে অভিশপ্ত এই আগস্টকে।
সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান বলেন, কেবল ২১ আগস্টই নয়, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ১৯ বার হামলা করা হয়েছে। আল্লাহ্র অশেষ মেহেরবানীতে ও বাংলার ১৬ কোটি মানুষের দোয়ার বরকতে প্রতিবার তিনি প্রাণে রক্ষা পান।
সভায় বক্তব্য রাখেন মহিউদ্দিন আহাম্মেদ লিটন, সৈয়দ মাসুম বারী, সিরাজুল হক রানা, আতাউর রহমান, সেলিম সারওয়ার, আমিনুল ইসলাম, রিপন আহমেদ, ইফতেখার জুয়েল, খলেদ মো. আলী, নাসিম আহমেদ।
সভায় সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হসেন, জাকারিয়া খন্দকার, জুলফিকার আলী হায়দার, রাবেয়া ইসলাম, ওয়ালিদ হাসান জুয়েল, নূর সালাম (চাইনিজ), সহিদুজ্জামান খোকা, কামরুল হাসান, শেখ ইউসুফ আলী রতন, মান্নান মোল্লা, শাহনাজ পারভীন, তামান্না হোসেন খান, জারনিগার সুলতানা, রফিকুল ইসলাম নয়ন, আফসার আহমেদ, মোর্শেদ চৌধুরী বাপ্পি, হুমায়ন কবির, তারিক মোস্তফা কামাল, প্রিন্স বাকের, আনিছ হাসান তপন প্রমুখ।
বিবার্তা/ইউসুফ/ফারিজ