আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন টেকের শিক্ষাবৃত্তি ঘোষণা

আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন টেকের শিক্ষাবৃত্তি ঘোষণা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ০১:০৮:৩৬
আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন টেকের শিক্ষাবৃত্তি ঘোষণা
জাহিদ রহমান
প্রিন্ট অ-অ+
আমেরিকা প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য দুই মিলিয়ন ডলার বৃত্তি ঘোষণা করেছে আমেরিকার স্বনামধন্য আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক। ২১ আগস্ট রবিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ১৬০৪, স্প্রিং হিল রোডে প্রধান ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও আইটি বিজ্ঞানী আবু বকর হানিফ।
 
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় আইটি বিজ্ঞানী আবু বকর হানিফ জানান, শিক্ষাবৃত্তির বিশাল এই অর্থ মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হবে। তবে বৃত্তি প্রত্যাশীদেরকে বাংলাদেশী কমিউনিটির যে কোন সংগঠনের নেতৃবৃন্দের সুপারিশ নিয়ে আসতে হবে। কেন কমিউনিটির সুপারিশ প্রয়োজন হবে- এমন প্রশ্নে তিনি জানান, বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক  শিক্ষার্থীরা ইমিগ্র্যান, নন-ইমিগ্র্যান্ট এবং অন্যান্য ক্যাটাগরির প্রবাসীরা ওয়েব ডেভলপমেন্ট, সিইও, ডেস্কটপ এবং মোবাইল এ্যাপ্লিকেশন কোর্স এ ভর্তি হতে পারবে।
 
আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন টেকের শিক্ষাবৃত্তি ঘোষণা
 
আবু বকর হানিফ আরো বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর পিপল এন্ড টেক থেকে এ পর্যন্ত ৪০০০( চার হাজার) এর বেশী শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে  আমেরিকার বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকুরী করছেন।
 
তিনি বলেন, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, পেনসেলভেনিয়া ও নিউজার্সি সহ বিভিন্ন স্টেটে বসবাসকারী বাংলাদেশী, ভারত সহ বিভিন্ন দেশের ছাত্র ছাত্রী এ প্রতিষ্ঠান থেকে চার মাসের কোর্স সম্পন্ন করে কর্ম জীবনে প্রবেশ করেছেন।
 
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশী মালিকানাধীন আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেকের ভূঁয়ষী প্রসংশা করেন। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশাল অংকের শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়ায় পিপল এন্ড টেকের সিইওকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের গর্ব বলে অভিহিত করেন উপস্থিত বিশিষ্টজনরা।
 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রাবন্তী ভনজা। এরপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে পিপল অ্যান্ড টেকের কর্মকাণ্ড তুলে ধরেণ রিভানা শারাফুদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন মৃদুল রহমানস ও রফিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফোবানা'র  প্রেসিডেন্ট এটর্নী আলমগীর হোসেন, ড. ফাইজুল ইসলাম, ড. বদরুল হুদা খান, রেদোয়ান চৌধুরী,মিজানুর রাহমান,বিশিষ্ট ব্যাবসায়ি মু. হসেন, আমিনুর রাহমান এবং কমিশনার  আনিস আহমেদ বক্তব্য রাখেন।
 
বিবার্তা/ইডি/ইফতি
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com