কাতারে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের তিন মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সময়ের মধ্যে কেনো ধরনের আইনি পদক্ষেপ ছাড়া যেকোনো বিদেশি কাতার ছাড়তে পারবেন। বৃহস্পতিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
সাধারণ ক্ষমার এই ঘোষণা ১ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। কাতার সরকারের পক্ষ থেকে অবৈধ বিদেশিদের এবার তৃতীয়বারের মতো সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো।
কাতারের ইংরেজি দৈনিক গালফ টাইমসের খবরে বলা হয়েছে, যেসব বিদেশি ২০০৯ সাল থেকে ৪নং আইন লঙ্ঘন করে কাতারে অবস্থান করছেন, তারা কোনো ধরনের আইনি জটিলতা ছাড়া দেশত্যাগ করতে পারবেন।
বিবার্তা/জিয়া