সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি এক শোকবার্তায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের মা জয়নব বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের মা শুক্রবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ শামীম হক ১৫ অগাস্ট জাতির জনক শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়াম, স্পেন, নেদারল্যান্ডস ও পর্তুগাল আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শোকবার্তায় এমএ গনি বলেন, ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে শামীম হকের মায়ের রুহের মাগফেরাত কামনা করছি, বিদেহী রুহের শান্তি কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ সুবাহানাতালার কাছে ফরিয়াদ করছি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
সুইডেন আওয়ামী লীগের শোক: সুইডেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতন এক বিবৃতিতে জানান, সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুম বারী, সুইডেন আওয়ামী লীগের পক্ষ হতে বঙ্গবন্ধু আদর্শের নিবেদিত প্রাণ, ইউরোপ আওয়ামী পরিবারের সকলের প্রিয়ভাজন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের মাতা জয়নব বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ডেনমার্ক আওয়ামী লীগের শোক: ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া এক শোকবার্তায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের মা জয়নব বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবার্তা/জিয়া