বীরত্ব সাহস ও মানবিকতায় বঙ্গবন্ধু অনন্য: এমএ গনি

বীরত্ব সাহস ও মানবিকতায় বঙ্গবন্ধু অনন্য: এমএ গনি
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ০৯:০৮:২৯
বীরত্ব সাহস ও মানবিকতায় বঙ্গবন্ধু অনন্য: এমএ গনি
এথেন্স প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি বলেন, বাঙালির জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশপ্রেম, সততা ও সাহসের বিরাট ভূমিকা রয়েছে।  দেশপ্রেমের সংজ্ঞাকে টেনে যতটা দীর্ঘ কর যায় ততটা দেশপ্রেমিক বঙ্গবন্ধু। বাঙালির আত্মার আত্মীয় পরমবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব। যখনই বাঙালি জাতির সামনে কোন  চ্যালেঞ্জ আসে তখনই বঙ্গবন্ধু আজও জাতির স্বপ্ন ও সংগ্রামের বাতিঘর। স্বপ্নে শপথে সংগ্রামে বঙ্গবন্ধু আজও আমাদের অনুপ্রেরণা। জাতির জনক শেখ মুজিবের অসমাপ্ত বিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের আগামী সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। 
 
২৯ আগস্ট গ্রিসের এথেন্স শহরে গ্রিস আওয়ামী লীগের সাথে সৌজন্য সাক্ষাতে এমএ গনি এই কথা বলেন। সাথে ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া। 
 
জনাকীর্ণ হলে উপস্থিত ছিলেন আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নাল আবেদীন, গ্রিস আওয়ামী  লীগের উপদেষ্টা মাহবুবুল আহসান, শাহীনুল ইসলাম তালুকদার, মোসলেহ উদ্দিন বাবু, আব্দুল করিম, রায়হান খান, বাচ্চু ব্যাপারী, রুকুনুদ্দীন জুলহাস, রাকিব মৃধা, মিজানুর রহমান, আলিম খালাসী, যুবলীগের আসাদ ভূঁইয়া, রাসেল মিয়াসহ আরও অনেকে।
 
বিবার্তা/বিদ্যুৎ/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com