সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। গত রবিবার রাতে টেক্সাসের নরমাঙ্গি শহরে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিউ ইয়র্কের এলমহার্স্টের বাসিন্দা ঘটনাস্থলেই মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর গাড়ির চালক কার্লস লোপেজ (২৭) মারা যান। মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভ ও অপর যাত্রী লরা অলভেরাকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নরমাঙ্গি পুলিশ জানায়, রবিবার রাতে নরমাঙ্গি শহরের ৩৯ নম্বর মহাসড়কে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিউইয়র্কের কুইন্সের এলমহার্স্টে বসবাস করতেন মাহবুবুল সৌরভ-সাফিনা দম্পতি। কয়েকদিন আগে বেড়ানোর উদ্দেশ্যে টেক্সাসে আসেন তারা। মাহবুবুলের দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়।
বিবার্তা/ফারিজ