নিউইর্য়ক স্টেট বিএনপি ও নিউইর্য়ক সিটি বিএনপির উদ্যোগে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার নিউইর্য়কের জ্যাকসন হাইটসে অবস্থিত পালকি পার্টি সেন্টারে এর আয়োজন করা হয়।
নিউইর্য়ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইর্য়ক সিটি বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, ৩৮ বছর আগে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি প্রমাণ করে গেছেন একমাত্র বিএনপিই হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র রক্ষাকারী দল। আজ আমাদের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করে বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সাবেক ছাত্রনেতা স্টেট বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর এইদিনে আমরা শপথ নিয়েছি এই অবৈধ সরকারকে উৎখাত না করে ফিরব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, শ্রমিক দলের সভাপতি সফি আলম লাল, সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধক্ষ আবুল হোসেন শাহদাৎ, বিএনপির সিনিয়র নেতা খন্দকার রেজাউনুল হক, নিউইর্য়ক বিএনপির উপদেষ্টা ও তারেক পরিষদ মহাসচিব ভিপি জসিম, সিটি বিএনপির সাধারণ সম্পাদক আসরাফ হোসেন, যুক্তরাষ্ট্র জাসাস সাধারণ সম্পাদক ও তারেক রহমান পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, তারেক রহমান পরিষদের সভাপতি জাহাংগীর এম আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান ও নোয়াখালী জেলার ছাত্র দলের নেতা মামুন আহসান, নিউইর্য়ক সিটি বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন মৃধা, সিটি বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম তুহিন স্টেট বিএনপির সহ সভাপতি আরিফ আহম্মেদ, সিটি বিএনপির সহ সভাপতি মোস্তাক আহমেদ স্টেট বিএপির যুগ্ম সম্পাদক মোর্শেদ মাহমুদ, স্টেট বিএনপির যুগ্ম সম্পাদক মো. কাইউম, মো. হাসান, স্টেট বিএনপির সহ সভাপতি সাহিনুর রহমান সানী, সিটি বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সিটি বিএনপির সহ সভাপতি জাহিদ হায়দার বিশ্বাশ, সিটি বিএনপির প্রচার সাম্পাদক আবু জাফর ফরাজী, স্টেট বিএনপির সহিদুল হেসেন বারী, আব্দুল মতিন মেরাজুল আমিন, সোনা মিয়া, তোফাজ্জল হকসহ আরো অনেকে।
বিবার্তা/খোকন/নিশি