মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ রাজাকার, বাঙ্গালি খান বলে কুখ্যাত সম্প্রতি বাংলাদেশের জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অর্থের মূল যোগানদাতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের ষোল কোটি মানুষের সঙ্গে একমত হয়ে স্বস্তি প্রকাশ করে সুইডেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতন প্রেরিত এক আনন্দ বার্তায় সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, সাবেক সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ মাসুম বারীসহ উপস্থিত সুইডেন আওয়ামী লীগের নেতারা তাৎক্ষণিক একত্রিত হয়ে আনন্দ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ এই নেতার ফাঁসি কার্যকরের মাধ্যমে বর্তমান সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করল। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও আপোষহীন নেতৃত্বের ফলে দেশি বিদেশী সকল চক্রান্ত উপেক্ষা করে একাত্তরের ঘাতকদের বিচার ও রায় কার্যকর করা সম্ভব হয়েছে।
নেতৃবৃন্দ রাজাকারমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে জাতির জনকের স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফলতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ফাঁসি কার্যকরের খবর শুনে সুইডেন প্রবাসী বাঙালিরা উল্লাস প্রকাশ করেন। সবাই আশা করেন অবিলম্বে বাকি যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন হবে।
সুইডেন প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোরপূর্বক মানুষকে ধর্মান্তকরণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ফরিদপুরের নগরকান্দার কসাই, সুইডেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী কুখ্যাত খোকন রাজাকারকে অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং তারা সুইডেনের সকলকে সামাজিকভাবে এই নরপশুকে বর্জনের আহবান জানান।
বিবার্তা/জিয়া