পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডেনমার্ক আ.লীগের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডেনমার্ক আ.লীগের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৩:৩৬
পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডেনমার্ক আ.লীগের সৌজন্য সাক্ষাৎ
কোপেনহেগেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সাথে ডেনমার্ক আওয়ামী লীগের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।  সোমবার সকাল ৯টায় কোপেনহেগেনের ক্রাউন প্লাজা হোটেল লবিতে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, আমির হোসেন, আবদুল আল জাহিদ। 
 
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাঙালিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিটি জনগণ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।  সুতরাং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী সবাইকে একযোগে কাজ করতে হবে। ডেনমার্ক আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি ও পররাষ্ট্রমন্ত্রীর গৃহীত কার্যকলাপ এর ভূয়সী প্রশংসা করেন।  
 
আগামী দিনে বাংলাদেশ গঠনে প্রবাসে আওয়ামী লীগে আধুনিক, মেধাবী, পরিশ্রমী নেতৃত্বের প্রসার গঠনে পদক্ষেপ গ্রহণে আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবনধু সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।
 
বিবার্তা/বিদ্যুৎ/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com