যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:২০:১৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রবিবার এক মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বনভোজন। বিপুল সংখ্যক প্রবাসী আইনজীবীদের পরিবারবর্গের উপিস্থিতিতে বিভিন্ন ধরনের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মুনির (বরিশাল-২)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

বনভোজনের বাস যাত্রা শুরু হয় সকাল ১০টায়। কবিতা, গান ও কৌতুকের মধ্য দিয়ে বিকেলে বনভোজনের যাত্রা শেষ করা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজন

সংগঠনের বর্তমান পরিস্থিতির উপর আলোচনার জন্যে কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের নিয়ে বনভোজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি অ্যাড. মোর্শেদা জামান এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী।

সভায় সর্বসম্মতিক্রমে চার সদস্যবিশিষ্ট একটি সালিশি কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী বাবু, অ্যাটর্নি অশোক কর্মকার, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং অ্যাড ইফতেখার আহম্মেদ চৌধুরী।

এই কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাড নিলুফার ইয়াসমিন গত ২৫ এপ্রিল বাংলাদেশ ল’ সোসাইটির অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ৯৯১২ ডলার উত্তোলন করেন। এসব ডলার উদ্ধারের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটিটি কাজ করবে।

সভায় আরো উপিস্থিত ছিলেন প্রধান নির্বচন কমিশনার অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. জাকির হোসেন মিয়া (নির্বচন কমিশনের সদস), সাবেক সভাপতি মোহাম্মদ আলী বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, মিল্লাদ উদ্দিন, এমডি আইয়ুব খান, রুবিনা মান্নান, এমডি সাহেদুল কবির, মো. এমাদ উদ্দিন, এমডি একরাম খান, নুরুল ইসলাম মঈনুল, শাহ ফরিদ, জায়িদুর আর জুয়েল জাহিদ, ইফতেখার চৌধুরী, নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, লুৎফর রহমান হিমেল, আব্দুর রশিদ, নাসরিন আক্তার প্রমুখ।

বিবার্তা/খোকন/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com