সুইডেন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

সুইডেন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৯:৩২
সুইডেন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
 
আনুষ্ঠানের শুরুতে সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান স্বাগত বক্তব্য দেন। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তি অর্জনের ফলে বিশ্বব্যাংক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এটি দেশ ও জাতির জন্য অনেক বড় অর্জন। 
 
অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়কে সুইডেন আওয়ামী লীগের পক্ষ হতে অভিনন্দন জানান। 
 
অনুষ্ঠানে সবার অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
 
উপস্থিত নারী নেতৃবৃন্দ দলীয় আয়োজনের পাশাপাশি তাদের তৈরী বিভিন্ন প্রকার মজাদার খাবার পরিবেশন করেন।
ঈদ পুনর্মিলনী আনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুব লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, মোস্তফা দেলোয়ার হোসেন, মহিউদ্দিন আহাম্মেদ লিটন, লায়লা আরজুমান, সৈয়দ মাসুম বারী, আতাউর রহমান, সালাম চৌধুরী, জাকারিয়া খন্দকার, আমিরুল ইসলাম, সেলিম সারোয়ার, মোহাম্মদ আলম, নূর সালাম (চাইনিজ), দলিল উদ্দিন দুলু, রিপন আহমেদ, সুইডেন যুব লীগ সভাপতি মিজানুর রহমান মিজান, রাবেয়া ইসলাম, ইফতেখার জুয়েল, সহিদুজ্জামান সিকদার খোকা, কামরুল হাসান, নিলা চৌধুরী, মান্নান মোল্লা, শেখ ইউসুফ আলী রতন, আবিদ খান, ড. তামান্না খান, রফিকুল ইসলাম নয়ন, সৈয়দ মহিন, খালেদ আলী, ইস্রাত রহমান, পারভীন চৌধুরী, শাহানাজ পারভীন, জারনিগার সুলতানা, তারিক মোস্তফা কামাল, সাবিনা ইয়াসমিন, নুরজাহান ইফতেখার, প্রিন্স বাকের, তারিকুল হাচান স্বপন, নাদিরা হাসান, নীপা আলী প্রমুখ।
 
বিবার্তা/ইউসুফ/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com