মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার চেয়ারম্যান

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার চেয়ারম্যান
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪২:২৮
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার চেয়ারম্যান
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বাংলাদেশে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহাবান। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনে এক জমকালো অনুষ্ঠানে তাকে এই পুরস্কার তুলে দেন মিজরামের মুখ্যমন্ত্রী লালথান হাওলা। 
 
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্যামল সেন, পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী, দক্ষিণনেশ্বর মন্দির কমিটির সম্পাদক মুরালি ভাই, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।
 
মাদার তেরেসার নামাঙ্কিত এই পুরস্কার পেয়ে গর্বিত বসুন্ধরার কর্ণধার বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এই আনন্দ শুধু আমার একার নয়, গোটা বাংলাদেশের। কারণ আমরা মিডিয়ার মাধ্যমে চেষ্টা করি দেশের কিছু সেবা দিতে। আমি মনে করি এই পুরস্কার আমাকে দরিদ্র মানুষের জন্য কাজ করতে অনেক উৎসাহিত করবে। 
 
স্বাগতিক ভাষণে মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস বলেন, মাদারের মৃত্যু পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। আমি প্রথম তাকে সন্ত উপাধি দেয়ার জন্য ভ্যাটিকান সিটিকে চিঠিও পাঠিয়েছিলাম। এই অনুষ্ঠান যখন হচ্ছে, এর মাত্র দুদিন আগে গত রবিবার ভ্যাটিকানে সন্ত উপাধি পান মাদার তেরেসা। 
 
প্রধান অতিথির ভাষণে লালথান হাওলা বলেন, মাদার তেরেসা বিংশশতাব্দির মানবতার সেরা মুখ। কলকাতার যারা মাদারকে কাছ থেকে দেখেছেন তারা সত্যিই খুব ভাগ্যবান। আর আমরা ভাগ্যবান যে মাদার ভারতের এসে এই নিপীড়িত, ক্লিষ্ট, রোগাক্রান্ত মানুষের জন্য যে সেবা করার দৃষ্টান্ত দেখিয়েছেন সেটা এখনও বিশ্ববাপী ছড়িয়ে পড়েছে। 
 
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, যাদের নিয়ে মানুষ কখনো ভাবেনি, যারা রাস্তার পাশে পড়ে থাকতেন রোগে ভুগতেন, সেই সব মানুষকে নিয়ে যিনি শুধু ভাবতেন তা নয়, বরং এগিয়ে গিয়ে নিজের হাতে সেবা করেছন। তিনি মাদার তেরেসা। 
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com