কলকাতা বিমানবন্দরে হামলার হুমকি

কলকাতা বিমানবন্দরে হামলার হুমকি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৫:৩৭
কলকাতা বিমানবন্দরে হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফোনে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। প্রথমে রাত পৌনে ২টার দিকে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আবারো ফোন দিয়ে কলকাতা বিমানবন্দর বোমায় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ১০০ নম্বর এয়ারপোর্টের কার্গো উড়িয়ে দেয়ার হুমকি ফোন কল পান তারা। এরপরই গোটা বিমানবন্দর জুড়ে শুরু হয় পুলিশ ও সিআইএসএফ’র চিরুনি তল্লাশি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে দুটি নম্বর থেকে ফোন আসে। ওই ফোনটি গুয়াহাটি থেকে আরসাত নামে এক ব্যক্তি করে। হিন্দিতে আত্মঘাতী হামলায় বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিধাননগর পুলিশকে। সতর্ক করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফ’কে।
কলকাতা বিমানবন্দরে হামলার হুমকি

দু’দুটো হুমকি ফোনের জেরে স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতা বিমানবন্দরে। এমনিতেই কলকাতা বিমানবন্দরে পাঁচ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জারি থাকে সারা বছর। সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয়েছে। বিমানবন্দরে ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে তল্লাশি ছাড়াও প্রতিটি মালপত্র চেকিং করা হচ্ছে। অবশ্য রাতভর তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

মোবাইল নম্বরের সূত্র ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com