ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে জনপ্রিয় গেম ‘পোকেমন গো’-এর ডেভলপার সংস্থাকে নোটিশ পাঠিয়েছে ভারতের গুজরাট হাইকোর্ট। কয়েকদিন আগেই ভারতে এই গেমটিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে গুজরাট হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়।
আদালতের প্রধান বিচারপতি আর. সুভাষ রেড্ডি এবং ভি.এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এদিন এই গেমের ডেভলপার সান ফ্রান্সিসকো ভিত্তিক ‘নিয়ানতিক’-কে নোটিশ পাঠায়।এর পাশাপাশি গুজরাট রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকেও নোটিশ পাঠায় ডিভিশন বেঞ্চ।
জনস্বার্থ মামলা অনুযায়ী এই গোটা ঘটনার কেন্দ্র্রবিন্দুতে রয়েছে ডিম। মামলাকারীর আইনজীবী নচিকেত দাভে জানান, ডিম একধরনের আমিষ খাবার। আর এই গেম খেলে যে পয়েন্ট পাওয়া যায় তা অনেকটা ডিমের মতো দেখতে। আর এই ডিমগুলো বিভিন্ন ধার্মিক স্থানে রাখা অবস্থায় দেখানো হয়। এতে হিন্দু ও জৈনদের ধর্মীয় ভাবাবেগ ক্ষুন্ন হচ্ছে। সেইকারণেই আমার মক্কেল ভারতে এই খেলার ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন।
বিবার্তা/ডিডি/কাফী