আসন্ন ঈদ-উল আযহায় পশু কুরবানি নিষিদ্ধ করার দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশের ৭ ব্যক্তি আবেদনটি দায়ের করেছে। আবেদনে কুরবানিকে ‘নিষ্ঠুর, অমানবিক এবং বর্বর’ দাবি করে একে 'প্রশ্রয়' দেয়া উচিত নয় বলে বয়ান করা হয়েছে।
আবেদনকারীরা বলেছে, “আসন্ন ঈদ-উল আযহা উৎসবে যাতে কোনো পশু জবাই করা না হয় সেজন্য আদেশ দেয়া হোক এবং কুরবানি প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হোক।”
আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মারফত দায়ের করা ওই আবেদনে পশু নিষ্ঠুরতা নিবারণ আইন ১৯৬০-এর ২৮ ধারার বৈধতাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। ওই ধারায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুরবানিকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ওই আইনে কোনো ছাড় দেয়া উচিত নয়। কারণ, ওই বিধান সংবিধানের ১৪, ২১ এবং ২৫ অনুচ্ছেদের বিরোধী।
আদালতে আবেদনকারীরা স্বরাষ্ট্র, আইন ও বিচার, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ভারতীয় পশু কল্যাণ বোর্ডকে পার্টি করেছে। শুক্রবার ওই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: রেডিও তেহরান
বিবার্তা/হুমায়ুন