মধ্যপ্রদেশে বাঘ রক্ষায় কুকুর

মধ্যপ্রদেশে বাঘ রক্ষায় কুকুর
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৬:৫২
মধ্যপ্রদেশে বাঘ রক্ষায় কুকুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চোরাকারবারীদের হাত থেকে বন্যপ্রাণী রক্ষা করতে স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য পুলিশ। রাজ্যে বাঘ সংরক্ষণ করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।  

সাধারণত স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় বিস্ফোরক বা ড্রাগস খুঁজে বের করতে। এছাড়া অপরাধীদের ধরতে এদের ব্যবহার করে থাকেন নিরাপত্তা বাহিনী। কিন্তু এবার চোরাকারবারীদের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করতে বনদফতরের কর্মকর্তাদের সাহায্য করবে এসব প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।

সূত্রমতে, চারটি বেলজিয়ান সেফার্ডসকে ট্রেনিং দিয়েছে ভোপাল পুলিশ ডগ ট্রেনিং স্কুল। অপরাধীরা যারা বনে প্রবেশ করবে তাদের কীভাবে ধরতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বেলজিয়ান সেফার্ডস সাধারণত ভীষণ বুদ্ধিমান ও সংবেদনশীল হয়ে থাকে।

২০১০ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ ছিল ‘টাইগার স্টেট’। কিন্তু ২০১২ সালে সেখানে ৩৯টি বাঘের মৃত্যু হয়। ফলে টাইগার স্টেটের মুকুটটি হাতছাড়া হয়ে যায়। এরপর তা চলে যায় কর্ণাটকের কাছে। সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে মধ্যপ্রদেশে ৩৯৭টি বাঘ রয়েছে।

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com