ঈদুল আজহায় কোনো অবস্থাতেই রাজ্যে গরু জবাই করতে দেয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার।
সরকারের যুক্তি, গ্রামীণ অর্থনীতিতে গরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানা রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দোষী ব্যক্তিদের গরু জবাই ও প্রাণী সরংক্ষণ আইনে কঠোর শাস্তি দেয়া হবে।
এক নির্দেশিকায় বলা হয়েছে ‘রাজ্যের সব মানুষকে জানানো হচ্ছে কেউ যেন গবাদি পশুর ওপর নিষ্ঠুরতা কিংবা গরু জবাইকে প্রশয় না দেয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি এই ধরনের কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা হবে।
গো হত্যার ঘটনা কারো চোখে পড়লেই তৎক্ষণাৎ পুলিশ, রাজস্ব এবং পরিবহন দফতরকে খবর দেয়ার বিষয়েও রাজ্যবাসীর কাছে আর্জি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
তেলেঙ্গানা সরকারের পশুপালন মন্ত্রণালয়ের ডিরেক্টর ডি. ভেঙ্কাটাশরলু সংবাদ মাধ্যমে জানিয়েছেন কুরবানি ঈদে গরু জবাই রুখতে মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে। পুলিশ এবং গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় হানা দিয়ে দেখা হচ্ছে গো-হত্যা আইন ঠিক মতো মানা হচ্ছে কিনা। কোনো অবস্থাতেই নারী পশুকে জবাই করা যাবে না এবং গো-হত্যাও করা যাবে না।
কুররবানির ঈদ উপলক্ষে তেলেঙ্গানা রাজ্য সরকারের এই নির্দেশিকায় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিবার্তা/ডিডি/কাফী