খাবার থেকে প্রসাধনী, সর্বত্রই বেশ আধিপত্য বিস্তার করেছে যোগগুরু বাবা রামদেবের ‘পতঞ্জলি’ কোম্পানি। এবার তিনি আনছেন জামাকাপড়ের ব্র্যান্ড ‘পরিধান’। এতে অন্যান্য যাবতীয় পোশাক-আশাকের সঙ্গে পাওয়া যাবে জিন্স ও অফিসিয়াল কাপড়চোপড়ও।
রামদেব জানান, তার কয়েকজন অনুগামী ‘পতঞ্জলি’র পোশাকের জন্য অনুরোধ জানান তার কাছে। তখনই তার মাথায় আসে ‘পরিধান’র পরিকল্পনা। ‘পরিধান’-এ শুধু নারী ও পুরুষদের ভারতীয় পোশাক তৈরি হবে তা নয়, মিলবে জিন্সের মতো আধুনিক পোশাক আশাকও।
রামদেব বলেন, তিনি সন্ন্যাসী বলে আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতার মিশেল দিতে পারবেন না এমনটা নয়, তাই দেশি জিন্স হতেই পারে।
পাশাপাশি এই মুহূর্তে তারা ওষুধপত্র, খাবারদাবার ও টয়লেটের জিনিসপত্রের কারখানা বানানোর পরিকল্পনা করছেন। যেহেতু এসব জিনিস মানুষের শরীরে সরাসরি প্রভাব ফেলে, তাই এর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতেই হবে বলে জানান যোগগুরু।
এছাড়া যোগগুরু ঠিক করেছেন, ‘পতঞ্জলি’ ব্র্যান্ডকে এবার আন্তর্জাতিক করে তুলবেন তিনি। বাংলাদেশ ও আফ্রিকায় তৈরি হবে ‘পতঞ্জলি’র কারখানা। তারপর তা ছড়িয়ে যাবে ইউরোপ ও আফ্রিকায়।
বিবার্তা/নিশি