আজ থেকে ২৭ বছর আগে ভারতের কোটার কয়েকটি অংশে ১৪৪ ধারা বলবৎ করা হয়েছিল। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। বাজাজ খানা, ঘণ্টা ঘর, তিপ্তা, মাকবারা পাটান পোল— এই অঞ্চলগুলোর মানুষ এখনও সন্ত্রস্ত, ভীত।
তাঁদের সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই। সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় না এখানে। সামাজিকতার নামগন্ধ নেই। বিয়ে, সৎকার, পদযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান— সবই বন্ধ কোটার কয়েকটি অঞ্চলে।
১৯৮৯-এর সেপ্টেম্বরে কোটার কয়েকটি অঞ্চলে জাতিগত প্রতিহিংসার ঘটনা ঘটেছিল। আর তারই পারিপ্রেক্ষিতে এই অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ধারা আজও বহাল রয়েছে। স্থানীয়রা এ অবস্থা কাটানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।
বিবার্তা/কাফী